ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করার সুবিধা
- ওয়েবসাইট থেকে প্রথম সুবিধা হল, আপনি ১-২ মিনিটের মধ্যে আপনার অর্ডারটি সম্পূর্ণ করতে পারবেন।
- আপনার সুবিধাজনক যেকোনো সময় অর্ডার করতে পারবেন।
- আপনার প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি কি কি পণ্য আছে তা জানতে পারবেন। চাইলে এই অর্ডারের সাথে অথবা পরেও অর্ডার করতে পারবেন।
- আপনি যে পণ্যটা অর্ডার করতে চাচ্ছেন। সেই পণ্যটা দেখতে কেমন।
- পণ্যের উপকারিতাগুলো জানতে পারবেন।
- পণ্যের মূল্য কত, বেশি পরিমাণে অর্ডার করলে ছাড় আছে কিনা।
- ডেলিভারি চার্জসহ মোট কত টাকা প্যামেন্ট করতে হবে। তা অর্ডারের আগেই জানতে পারবেন।
- আপনার সকল তথ্য সেইভ থাকবে বার বার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে না।
- আপনি যদি আপনার পরিচিত কাউকে কোন পণ্য পাঠাতে চান। তাহলে চেকআউট পেইজে “Billing Address“-এ আপনার ঠিকানা ও “Shipping Address“-এ যার ঠিকানায় পাঠাতে চান ওনার তথ্য লিখুন।
এই ক্ষেত্রে “Order Notes“-এ লিখে দিবেন। পণ্যের মূল্য ও ডেলিভারি চার্জ কে পরিশোধ করবেন তা লিখে দিতে হবে।
যদি আপনি পরিশোধ করেন। তাহলে ডেলিভারির আগেই বিকাশ, নগদ, উপায়-এর মাধ্যমে প্যামেন্ট করতে হবে।
- অর্ডার করা শেষ হলে আপনার ই-মেইলের ঠিকানায় ইনভয়েস চলে যাবে। এই ইনভয়েসে অর্ডারের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। স্যোশাল মিডিয়ার মাধ্যমে অর্ডার করার পর আমরা যে ইনভয়েস পাঠানো হয়। সেই তথ্যগুলো আপনার ই-মেইল-এ চলে যাবে।
স্যোশাল মিডিয়াতে অর্ডার করার অসুবিধা
- স্যোশাল মিডিয়াতে পণ্যের ছবি দেখে কমেন্ট করলেন, এটার মূল্য কত অথবা কত টাকা কেজি??
- ১০ মিনিট থেকে ২ ঘন্টা পর রিপ্লাই-এর মাধ্যমে জানানো হবে। মূল্য জানতে আমাদের স্যোশাল মিডিয়ার একাউন্টে মেসেজ করুন।
- ক্রেতা: এটার মূল্য কত অথবা কত টাকা কেজি লিখে মেসেজ করলেন।
- বিক্রেতা: এটার দাম ৪০০ টাকা।
- ক্রেতা: ৩০০ টাকায় দেওয়া যাবে??
- বিক্রেতা: ৪০০ টাকার কমে দেওয়া যাবে না।
- ক্রেতা: ঠিক আছে। আমাকে ১ টা অথবা ১ কেজি দেন।
- ক্রেতা: ডেলিভারি চার্জ কত??
- বিক্রেতা: ৭০ টাকা। ১ কেজির বেশি হলে পরবর্তী প্রতি কেজিতে ২০ টাকা যোগ হবে।
- বিক্রেতা: আপনার নাম, ঠিকানা আর মোবাইল নম্বর দিন।
- ক্রেতা: নাম, ঠিকানা আর মোবাইল নম্বর দিলেন।
- ক্রেতা: কবে পাবো??
- বিক্রেতা: ২-৩ দিনের মধ্যে পেয়ে যাবেন।
- ক্রেতা: ধন্যবাদ দিয়ে অর্ডার করলেন।
** অগ্রীম প্যামেন্ট করতে হয় তাহলে আরো বেশি কথা বলতে হবে।
** একটা অর্ডার করতে সর্বনিম্ন ২০ মিনিট থেকে ৩৫ মিনিট প্রয়োজন হবে। ওই সময় প্রতিনিধি একাধিক গ্রাহককে সময় দেন। তাহলে আরো বেশি সময় লাগবে।
** প্রিয় গ্রাহক, এখন আপনিই সিদ্ধান্ত নিন। কোথা থেকে অর্ডার করবেন। ওয়েবসাইট অথবা স্যোশাল মিডিয়াতে। ধন্যবাদ।