ব্র্যান্ড বাংলা-এর উদ্যোগে ২০২৪ সালে যাত্রা শুরু করা “খাঁটি” একটি দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যার প্রতিটি ধাপে জড়িয়ে আছে বাংলাদেশের মাটি, মানুষ, ঐতিহ্য এবং আন্তরিকতা।

আমাদের দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আমরা গড়ে তুলেছি এমন একটি অনলাইন বাজার, যেখানে শুধুই পণ্য নয়, তুলে ধরা হয় আমাদের শিকড়ের গল্প। আমরা বিশ্বাস করি – প্রকৃতির মতো বিশুদ্ধ কিছু নেই। আর সে বিশ্বাস থেকেই ‘খাঁটি’ আপনাদের জন্য নিয়ে এসেছে ভেজালমুক্ত, প্রাকৃতিক এবং স্বাস্থ্যসম্মত নানা ধরনের দেশীয় পণ্য।

আমাদের পণ্যের প্রতিটি উপাদান সংগ্রহ করা হয় সরাসরি স্থানীয় কৃষক, কারিগর ও উদ্যোক্তাদের কাছ থেকে, যারা নিজের মাটিতে জন্মানো ফসল বা নিজের হাতে তৈরি সামগ্রী আমাদের হাতে তুলে দেন আন্তরিকতা ও সততার সঙ্গে। এরপর সেসব পণ্য আমরা নিজেরা ভালোবাসা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে প্রক্রিয়াজাত ও প্যাকেজ করি, যাতে প্রতিটি পণ্য থাকে সম্পূর্ণ বিশুদ্ধ ও নিরাপদ।

আমাদের লক্ষ্য একটাই – বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া এমন সব পণ্য, যা হবে একেবারে খাঁটি, নির্ভেজাল ও স্বাস্থ্যের জন্য উপযোগী। আমরা চাই মানুষ আবার ফিরে যাক প্রকৃতির কোলে, ঐতিহ্যের কাছে, এবং খুঁজে পাক প্রকৃত স্বাদ ও নিরাপত্তা।

‘খাঁটি’ শুধু একটি ই-কমার্স নয় – এটি একটি আন্দোলন, একটি অঙ্গীকার – সবার জন্য বিশুদ্ধ জীবনের পথে ফিরে যাওয়ার এক আন্তরিক প্রচেষ্টা।